আলিপুরদুয়ার, ৩১ জানুয়ারিঃ মহাকুম্ভে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল আলিপুরদুয়ার জেলার জয়গাঁর বাসিন্দা এক যুবকের।মৃতের নাম মিঠুন শর্মা(৩২)।
পরিবার সূত্রে খবর, মিঠুন ট্যুর গাইডের কাজ করতেন।গত রবিবার বেশ কয়েকজন পর্যটককে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন।এরপর বুধবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাকে।বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি প্রথমে মিঠুন শর্মার অসুস্থ হওয়ার খবর দেন।ঘণ্টাখানেক বাদেই তার মৃত্যুর খবর আসে।
স্থানীয় সূত্রে খবর, মিঠুন বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।