শিলিগুড়ি, ২৬ মার্চঃ মহানন্দা নদীকে বাঁচাতে ও দূষণমুক্ত করতে মহানন্দা আরতি কর্মসূচি গ্রহণ করেছে গঙ্গা মহানন্দা চেতনা মঞ্চ।সেই কর্মসূচির আওতায় রবিবার মহানন্দা আরতি করা হল।
প্রত্যেক মাসের শেষ রবিবার মহানন্দা নদীতে আরতির আয়োজন করা হয়।এদিন প্রথমে পুজো হয়।এরপর ১ হাজার ১টি প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়।
সংস্থার পক্ষ থেকে সম্পাদক অশোক গোয়েল জানান, মহানন্দা নদীকে দুষনমুক্ত করতে এই উদ্যোগ।প্রত্যেকমাসের শেষ রবিবার এই আরতি করা হয়।
