শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ মহানন্দা নদীকে বাঁচাতে ও দূষণমুক্ত করতে মহানন্দা আরতির আয়োজন গঙ্গা মহানন্দা চেতনা মঞ্চের।
প্রত্যেক মাসের শেষ রবিবার মহানন্দা নিরঞ্জন মৌলিক ঘাটে হাজার প্রদীপ জ্বালিয়ে মহানন্দা আরতি করা হয়।রবিবারও মহানন্দা আরতি করা হল।বর্তমানে সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরাও এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন।
এই বিষয়ে সংস্থার সম্পাদক অশোক গোয়েল জানান, মহানন্দা আমাদের শহরের কাছে মাতৃরূপ, এই কারণে নদীকে বাঁচাবার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সরকারীভাবেও তাদের এই কর্মযজ্ঞে সহযোগিতা মিলবে বলে আশাবাদী তিনি।