নতুন বছরের উপহার হিসেবে মহানন্দা অভয়ারণ্যে পর্যটকদের জন্য শুরু ‘স্পেশাল ট্রিপ’

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ নতুন বছরের উপহার হিসেবে মহানন্দা অভয়ারণ্যে পর্যটকদের জন্য শুরু করা হয়েছে ‘স্পেশাল ট্রিপ’। ২৫ ডিসেম্বর থেকে এই স্পেশাল ট্রিপ শুরু হয়েছে।চলবে ১ জানুয়ারি পর্যন্ত।সন্ধ্যের সময় এই স্পেশাল ট্রিপে অভয়ারণ্যে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা।  


জানা গিয়েছে, স্পেশাল ট্রিপ শুরু হওয়ার পরই জঙ্গল সাফারির জন্য পর্যটকদের ভিড় জমতে শুরু হয়েছে।প্রথম দিন থেকেই পর্যটকের ভিড় জমতে শুরু হওয়ায় মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর আধিকারিকরা অনেকটাই আশাবাদী যে তাদের এই স্পেশাল ট্রিপ সফল হবে এবং আরও পর্যটক সাফারির জন্য আসবেন।   

মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর তরফে পর্যটকদের অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করার আবেদন করা হয়েছে।যাতে কোনো পর্যটককে সাফারি করতে এসে ফিরে যেতে না হয়।এই স্পেশাল ট্রিপে একটি বাসে একসঙ্গে ১৩ জন পর্যটক মহানন্দা অভয়ারণ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।মাথাপিছু সাফারির টিকিট রাখা হয়েছে ৩০০ টাকা।


উল্লেখ্য, গত ২৭ নভেম্বর শিলিগুড়ির অদূরে সুকনায় মহানন্দা অভয়ারণ্যে শুরু হয় জঙ্গল সাফারি।এই সাফারিতে বন্যপ্রানী, বন, পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *