ফুলবাড়ি, ১৫ ডিসেম্বরঃ পেটের টানে টিনের নৌকা তৈরি করে মহানন্দা নদীতে মাছ ধরে আসছেন মৎস্যজীবী তপন সরকার।
দীর্ঘ ১৪ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে এলাকায় মাছ ধরেন ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানির বাসিন্দা তপন সরকার।রুই,কাতল, বোয়াল, ট্যাংরা, পুঁঠি সহ বিভিন্ন মাছ ধরেন তিনি।সেই মাছ ব্যারেজের বাজারে বিক্রি করে সংসার চালান মৎসজীবী তপন সরকার।
এদিন তপন সরকার জানান, বাড়িতে মা,বাবা, স্ত্রী ও সন্তানরা রয়েছেন। পেটের তাগিদে দীর্ঘ ১৪ বছর ধরে ফুলবাড়ি মহানন্দার ব্যারেজে মাছ ধরে আসছি।প্রতিদিন সকালে জাল নিয়ে বেরিয়ে পড়ি মাছ ধরতে।টিন দিয়ে বানানো নৌকা নিয়ে মহানন্দা ব্যারেজে নেমে জাল দিয়ে চলে মাছ ধরার যুদ্ধ।এতে জীবনের ঝুঁকি থাকলেও পেটের দায়ে করতে হচ্ছে।বর্তমানে এই ঠান্ডায় মাছও কমে গিয়েছে। মাঝেমধ্যে খালি হাতে ফিরতেও হয়।আমার মত প্রায় ৫০ জন মৎস্যজীবী এভাবেই মহানন্দা ব্যারেজে মাছ ধরে জীবিকা চালাচ্ছেন বলে জানান তিনি।