ফুলবাড়ি, ৪ আগস্টঃ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ রোড।রাস্তায় তৈরি হয়েছে গর্ত।রাস্তা সংস্কারের দাবী জানালেন স্থানীয়রা।
জানা গিয়েছে, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব মোড় থেকে ফুলবাড়ি ব্যারেজে যাওয়ার প্রায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে।রাস্তায় গর্ত হয়ে যাওয়ায় জল জমে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।শীঘ্রই রাস্তা সংস্কারের দাবী তুললেন স্থানীয়রা।
এই বিষয়ে এক টোটো চালক ও স্থানীয়রা জানান, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে।প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়েত করেন। রাস্তা বেহাল থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে।টোটোতে যাত্রী নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।অবিলম্বে এই রাস্তাটি মেরামত করা হয় দাবী তোলেন তারা।
অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক বলেন, এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে।রাস্তাটি তৈরি হওয়া প্রয়োজন। পঞ্চায়েত ভোটের আগে জেলা পরিষদের সদস্য হিসেবে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে আবেদন করেছিলাম। ইঞ্জিনিয়ার এসে রাস্তার মাপঝোক করেছেন। আশা রাখছি এক মাসের মধ্যেই রাস্তার টেন্ডার হবে।