মহানন্দা নদীর বাঁধ ভাঙনের আশঙ্কা, আতঙ্কে ভানুনগর এলাকার বাসিন্দারা

শিলিগুড়ি, ১৩ জুনঃ মহানন্দা নদীর দু-পাড়ে বাঁধ তৈরি করেছিল সেচ দফতর।তবে বছর না ঘুরতেই বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।এরফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকায়। নদী বাঁধ তৈরিতে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ তোলেন এলাকাবাসীরা।


স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। এবিষয়ে বারবার সেচ দফতরের দ্বারস্থ হওয়ার পর অবশেষে বাঁধ তৈরি হয়। তবে বছর না ঘুরতেই বাঁধে ফাটল দেখা দিয়েছে। এদিকে বৃষ্টিতে নদীর জলও বেড়েছে। সামনেই বর্ষাকাল, এই নিয়ে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা বিশু ধর অভিযোগ করে বলেন, এই বিষয়ে প্রশাসনিক কোনও নজরদারি নেই। নিম্নমানের কাজ নিয়ে, শুরু থেকেই সরব হয়েছিল এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলর রাগিনী সিংহ এবিষয়ে কোনও পদক্ষেপ নেননি।


এদিকে ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাগিনী সিংহের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এবিষয়ে তিনি কিছু বলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş