শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ ইয়ং ইন্ডিয়ান্স সংস্থার তরফে শুরু হয়েছে ‘মা মহানন্দা’ প্রকল্প।এই প্রকল্পের আওতায় মহানন্দা নদী পরিস্কার এবং জলবায়ু পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে।
মঙ্গলবার ইয়ং ইন্ডিয়ান্স সংস্থার সদস্য ও একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা মিলে মহানন্দা নদী সাফাই অভিযানে নামে।
এই বিষয়ে ইয়ং ইন্ডিয়ান্স সংস্থার সদস্যরা জানান, মহানন্দা নদীর নাম ‘মা মহানন্দা’ নাম রাখা হয়েছে।এই নদী শিলিগুড়ির জীবনদানকারী নদী।বর্তমানে এই নদী নালায় পরিণত হয়েছে।তাই নদীটিকে বাঁচানো এবং পরিষ্কার রাখা খুবই জরুরি।এছাড়া শীঘ্রই জলবায়ু পরিবর্তনের জন্য মহানন্দা নদীর তীরে গাছ লাগানো হবে।