শিলিগুড়ি, ২৮ আগস্টঃ বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে গেল ৯ বছরের এক নাবালক।ঘটনাটি ঘটেছে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিটি রনদীপ কলোনি সংলগ্ন মহানন্দা নদীতে।নিখোঁজ নাবালকের নাম রোহিত দাস।
জানা গিয়েছে, এদিন রোহিত তার দুই বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে যায়।স্নান করার সময় হঠাৎই ভেসে যায় সে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ, এনডিআরএফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।শুরু হয় নাবালকের খোঁজ।
শেষ খবর পাওয়া অবধি নাবালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।ঘটনার পর থেকেই চিন্তায় রয়েছে পরিবার।
