শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ ছটপুজো সম্পন্ন হয়ার পর মহানন্দা নদীকে পুনরায় আগের রূপে ফেরাতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম।শুরু হয়েছে নদী পরিষ্কারের কাজ।
ছট পুজোয় মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে।ছট পুজোর পর নদীতে পড়ে থাকে ফুল, কলা গাছ সহ বিভিন্ন সামগ্রী।এরফলে দূষিত হয় নদী।যে কারণে পুজোর পরই নদী পরিষ্কারের উদ্যোগী হয় শিলিগুড়ি পুরনিগম।শুক্রবার সকালে জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে পুরনিগমের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মহানন্দা নদী সাফাই এর কাজ খতিয়ে দেখেন।
এদিন মানিক দে জানান, ছট পূজাতে পুরনিগমের প্রায় ৮০% সাফাই কর্মী ব্যস্ত থাকেন পুজো করতে।তাই পরিষ্কারের কাজে অনেকটা সমস্যা হয়।তবে মহানন্দা নদীকে সুস্থ রাখতে আমরা তৈরি।সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে নদী সংস্কারের কাজ।দু-তিন দিনের মধ্যেই সমস্ত ঘাটকে আগের চেহারায় আনা হবে বলে জানান তিনি।