শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে শিলিগুড়ির ২ এবং ৩ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর চর দখলমুক্ত করেছে শিলিগুড়ি পুরনিগম।এরফলে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার।খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছে পরিবারগুলি।
এই বিষয়ে মুখ খুললেন বিধায়ক শঙ্কর ঘোষ।এদিন শঙ্কর ঘোষ জানান, মহানন্দা নদীর চর দখলমুক্ত করতে যে অভিযান চালানো হয়েছে তা অনৈতিক।যে দলের নেতারা টাকা নিয়ে মহানন্দা নদী এবং সরকারি জমিতে জনগণকে বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।কারণ একদিনে মানুষেরা সেখানে বসেননি।ওই মানুষেরা স্থানীয় নেতাদের টাকা দিয়ে বসেছে।তিনি আরও বলেন, যদি অবৈধভাবে মানুষেরা সেখানে বসে থাকেন তাহলে বিদ্যুৎ এবং জলের পরিষেবা কিভাবে পেলেন তারা।বিজেপি কখনও অবৈধ নির্মানকে সমর্থন করে না।তবে মহানন্দা নদীতে সাধারণ জনগণকে বসানো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন তিনি।
You are right sir