শিলিগুড়ি, ২৯ অক্টোম্বরঃ মহানন্দা নদীর মাঝে ছটপুজোর জন্য ঘাট তৈরি করা হয়েছে।গ্রিন ট্রাইব্যুনালের রায় না মেনে সেই ঘাট তৈরি করা হয়েছে বলে অভিযোগ মহানন্দা বাঁচাও কমিটির।
গ্রিন ট্রাইবুনালের রায় রয়েছে নদীর মাঝে কোনও রকম ছটঘাট তৈরি করা যাবেনা।দুইপাশে ঘাট তৈরি করতে হবে।শনিবার মহানন্দা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক জোৎস্না আগারওয়াল অভিযোগ করেন, গ্রিন ট্রাইবুন্যালের রায় রয়েছে, নদীর মাঝে ঘাট, সাঁকো তৈরি করা যাবে না।নদীর দুইপাশে যাতে পুজো হয় তা পুলিশ প্রশাসনের দেখা উচিত।মালবাজারের মতো ঘটনা এদিকেও ঘটতে পারে।এই বিষয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে নদীর মাঝে এভাবে ঘাট তৈরি হওয়ায় তা পুলিশকে দেখতে বলা হয়েছে বলে জানান মেয়র গৌতম দেব।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, প্রশাসনের নিয়ম মেনে যাতে ঘাট হয় তার অনুরোধ করা হবে।সুষ্ঠভাবে সকলকে পুজো করতে হবে।
