শিলিগুড়ি,১৮ নভেম্বরঃ মহানন্দা ঘাটে নেমে এবার মৌন প্রতিবাদ ছট পূন্যার্থীদের।লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ছটপুজা নিয়ে প্রথম থেকেই চলছে সমস্যা।সৌন্দর্যায়নের জন্য মহানন্দা নদীর ধারে বসানো রেলিং নিয়েই সমস্যার সূত্রপাত।যদিও পুরনিগমের তরফে মঙ্গলবার রেলিং ভেঙে ঘাটে নামার জন্য গেট তৈরির কাজ শুরু হলে তাতে বাঁধা দেন পুজো আয়োজকেরাই সৌন্দর্যায়নের জন্য তৈরি করা এই রেলিং ভাঙা হোক তা তারা চান না।তবে তারা সুষ্ঠুভাবে ছটপুজোও করতে পারছেন না।
প্রশাসনের তরফে বিকল্প কোনো ব্যাবস্থাও নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।ফলে এবছর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের ছটপুজো এক বড় প্রশ্নের মুখে রয়েছে।এইকারনেই আজ মহানন্দা নদীতে নেমে মুখে কালো কাপড় বেঁধে প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে তারা বিক্ষোভ দেখান।