শিলিগুড়ি,১৬ জুলাইঃ দখল হচ্ছে মহানন্দা নদীর চর। বাড়ছে নদীর দূষণ। অথচ নজর নেই প্রশাসনের। এমন অভিযোগ নিয়ে কিছুদিন আগে মহানন্দা বাঁচাও কমিটি গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। সেই মামলায় শুনানিতে বিভিন্ন দফতরের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানালেন কমিটির সদস্যরা। শুক্রবার মহানন্দা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক জোৎস্না আগরওয়াল বলেন, মহানন্দা নদীর চর দখল হয়ে যাচ্ছে। সেখানে স্থায়ী নির্মাণের কথা বলা হচ্ছে। দূষণও বাড়ছে নদীর। এই নদীকে বাঁচাতে আমরা অনেকদিন ধরে লড়াই করে চলেছি। যেকারণে কিছুদিন আগে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। সেই মামলায় শুনানিতে বিভিন্ন দফতরকে নদীকে বাঁচাতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেসব রিপোর্ট দিতে বলা হয়েছে।
অন্যদিকে কমিটির তরফে অভিযোগ করা হয়েছিল পুরনিগম সূর্যসেন পার্কে নদীর চরে পার্কিং করার ব্যবস্থা সহ আরও বেশকিছু উদ্যোগ নিয়েছে। এ নিয়ে পুরনিগমের প্রশাসক গৌতম দেব বলেন, নদী ও প্রকৃতি সম্পর্কে আমার কারোর থেকে পাঠ নিতে হবে না। নদীর পাশে রাস্তা ও সৌন্দর্যায়ন করার পরিকল্পনা করা হয়েছে।