শিলিগুড়ি,৩০ জুনঃ কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা নদী।ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় নদীর চর ভাঙন শুরু হয়েছে।গত বৃহস্পতিবার শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের ভুপেন্দ্রনগর এলাকায় সেচ দপ্তরের তরফে নির্মিত বাঁধ ভেঙে যায়।যা নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।নদী ভাঙন রুখতে এলাকাবাসীরা নিজেরাই বস্তার মধ্যে মাটি ভরে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন।এদিকে এলাকায় নদীর চরে ৪০ থেকে ৪৫টি বাড়ি রয়েছে।নদীর জল বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে নদীর চরে বসবাসকারীদের অন্যত্র চলে যাওয়ার কথা বলেছেন।
এদিন স্থানীয়রা জানান, নদীর বাঁধ ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় রাত কাটছে।রাতে ঘুমোতে পারছিনা।ভয় হয় কখন ভাসিয়ে নিয়ে চলে যাবে।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর শোভা সুব্বা বলেন, এর আগের বছরও একই ঘটনা ঘটেছিল।বিষয়টা নিয়ে বারংবার সতর্ক করা হয়েছে ওখানকার বাসিন্দাদের।শীঘ্রই ওখানে গিয়ে বালির বস্তা ফেলে নদীর ভাঙন আটকানোর চেষ্টা করা হবে।