শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ শহরের বুক চিরে চলে গিয়েছে মহানন্দা নদী।কিন্তু সেই মহানন্দা যেন হারিয়ে যাওয়ার পথে।চারিদিকে দূষণ ও দখলে নদী কার্যত মৃত্যুর মুখে।নদী দূষণ নিয়ে গ্রিন বেঞ্চের দ্বারস্থও হয়েছে অনেকে।অবশেষে নদীকে বাঁচাতে এগিয়ে এলেন স্কুল পড়ুয়ারা।
মহানন্দাকে বাঁচানোর আবেদন জানিয়ে মঙ্গলবার মহালয়ার ভোরে লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পোস্টার, ব্যানার নিয়ে দাড়িয়েছিলেন স্কুল পড়ুয়ারা।তর্পণের জন্য এদিন অনেকেই নদীতে এসেছিলেন।উদ্দেশ্য সকলকে নদী দূষণ সম্পর্কে অবহিত করা এবং নদীকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান।
এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পোস্টার, ব্যানার হাতে দাড়িয়েছিলেন।কেউ আবার নিজের হাতে মহানন্দার ছবি এঁকে নদীকে বাঁচানোর আহ্বান জানান।
পড়ুয়ারা জানান, আমরা জানি নদীর গুরুত্ব কতটা।সেকারণে মহানন্দা নদীর দূষণ কমাতে ও নদীকে বাঁচাতে এই উদ্যোগ।সকলের কাছে আমাদের আবেদন আপনারা এগিয়ে আসুন।নদীকে কেউ দূষিত করবো না এটা অঙ্গিকার নিয়ে চলি।