শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ মহারাজা অগ্রসেন হাসপাতালের উদ্যোগে ‘মহারাজা প্রিমিয়ার লিগ ২০২৬’ এর আয়োজন করা হল।শিলিগুড়ির বর্ধমান রোডে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা গিয়েছে, প্রথমবার আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় হাসপাতালের বোর্ড মেম্বার, চিকিৎসক, আধিকারিক ও বিভিন্ন বিভাগের প্রধানরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
ক্রিকেট, ব্যাডমিন্টন এবং ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। কর্মব্যস্ততার মধ্যেও শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই বার্তাই সমাজের কাছে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
