শিলিগুড়ি, ৩ মার্চঃ সামনেই মহাশিবরাত্রি।এই উপলক্ষে শিলিগুড়ি চাঁদমনি মন্দিরে শুরু হয়েছে প্রস্তুতি।জোরকদমে চলছে মন্দির সাজিয়ে তোলার কাজ।
জানা গিয়েছে, প্রত্যেক বছরের মত এবছরও মহাশিবরাত্রি উপলক্ষে চাঁদমনি মন্দিরে চারদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।শিব চতুর্দশী উপলক্ষ্যে উত্তরবঙ্গের একাধিক জায়গায় মেলা বসে।উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম শিলিগুড়ির চাঁদমনি মন্দিরের মেলা।প্রতিবছরই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন।এই মন্দির সিদ্ধ পিঠ নামেও পরিচিত।
এদিন মন্দিরের পুরহিত সরোজ কুমার মিশ্র জানান, মহাশিবরাত্রির একদিন আগে থেকে মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়ে যায়।বর্তমানে জোরকদমে প্রস্তুতি চলছে।এবছর রাস্তা নির্মাণের জন্য মেলার কয়েকদিন ভক্তদের কোনরকম অসুবিধা হবে না বলে জানান তিনি।