কোচবিহার, ২৪ জানুয়ারিঃ ‘দিদির দূত’ কর্মসূচিতে কোচবিহার শহীদ বন্দনা স্মৃতি মহিলা সরকারি আবাসে ঢুকতে বাঁধার মুখে পড়লেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, শনিবার দিদির দূত কর্মসূচিতে কোচবিহার গুরিয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েত নীল কুঠি বাবুরহাট এলাকায় যান তৃণমূল কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন।উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন বাবুরহাট এলাকায় একটি অঙ্গনওয়ারি সেন্টার সহ স্কুল পরিদর্শন করেন তিনি।ওই এলাকাতেই রয়েছে কোচবিহার শহীদ বন্দনা স্মৃতি মহিলা আবাস।এই সরকারি মহিলা আবাসের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আবাসটি পরিদর্শন করতে চান।তবে জেলা পরিষদের সভাধিপতিকে সেখানে ঢুকতে বাঁধা দেওয়া হয়।এমনকি পরিচয় দেওয়ার পর ও জেলাশাসক বলার পরও তাকে পরিদর্শন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।আধ ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকার পর তাকে ঢোকার জন্য বলা হলে তিনি সেখানে ঢোকেননি।
এই বিষয়ে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন, কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা এই মহিলা আবাসটি পরিদর্শন করে গিয়েছেন।এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভেবেছিলাম আবাসটি পরিদর্শন করবো।তবে সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি ঢুকতে বাঁধা দেন।যদিও পরবর্তীতে আমাকে ঢুকতে বলা হলেও আমি যাইনি।