ফাঁসিদেওয়া, ১২ জুলাইঃ ঘরে ঢুকে মহিলা সিভিক ভলিন্টিয়ারকে বেধড়ক মারধর ও আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ।ঘটনায় গ্রেফতার হল এক মহিলা।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার শক্তিনগর এলাকায়।আহতের নাম মাম্পি দেবনাথ মৈত্র।ফাঁসিদেওয়া থানায় সিভিক ভলিন্টিয়ার হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ডিউটি করে বাড়িতে ফিরে রান্না করছিল মাম্পি।সেইসময় মাম্পির মামাতো বৌদি চিরতা দেবনাথ টাকা চেয়ে মাম্পিকে বেধড়কভাবে মারধর করে।গর্ভবতী থাকায় মাম্পি জ্ঞান হারিয়ে ফেললে পর কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত মহিলা।এরপর ঘর থেকে সোনার গয়না, টাকা নিয়ে চম্পট দেয়।
এদিকে গায়ে আগুন লাগতেই জ্ঞান ফিরে আসে মাম্পির।এরপর আগুন নিভিয়ে চিৎকার শুরু করে সে।স্থানীয়রা ছুটে এসে জখম মাম্পিকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরই পরিবারের সদস্যরা ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে চিরতা দেবনাথকে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।
অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।