শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে প্রথমবার মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ।
জানা গিয়েছে, গত রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।টুর্নামেন্টে মোট ১২টি টিম অংশগ্রহণ করেছে।চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ২২সেপ্টেম্বর।টুর্নামেন্টে আজ প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ি কিশোর সংঘ বনাম আঠারো খাই সরোজিনী সংঘ।২/১ গোল জয়ী হয় আঠারো খাই সরোজিনী সংঘ।
এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ৩০ জন মহিলা ফুটবলার নিয়ে জেলা দল গঠন করা।যারা রাজ্যস্তরে জেলাকে প্রতিনিধিত্ব করবে।ভবিষ্যতে দেশের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে।চ্যাম্পিয়ান দলকে ১৫ হাজার টাকা, রানার্স দলকে হিসেবে ১০ হাজার টাকা এবং ফেয়ার প্লে দলকে ৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে।এছাড়াও রয়েছে বেস্ট গোলকিপার, বেস্ট স্কোরার, ম্যান অব দ্যা ম্যাচ সহ আরও অন্যান্য পুরস্কার।
এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য,কার্যকরী কমিটির সদস্য অনুপ বসু সহ অন্যান্যরা।