শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ পুরোনো শত্রুতার জেরে প্রতিবেশী মহিলাকে ধর্ষণের চেষ্টা ও হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ির মহিলা থানার পুলিশ।ধৃতের নাম মহম্মদ সাহিল।খালপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে খালপাড়া এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে মারধরের ঘটনা ঘটে। এই নিয়ে শিলিগুড়ি থানায় এক প্রতিবেশী অপরজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।সেই অভিযোগ প্রত্যাহারের জন্য অভিযোগকারী প্রতিবেশীকে চাপ দেওয়া হচ্ছিল।কিন্তু অভিযোগকারী কোনভাবেই তার অভিযোগ প্রত্যাহার করেননি।
অভিযোগ, ২০ ডিসেম্বর মহম্মদ সাহিল বাড়িতে ঢুকে অভিযোগকারী মহিলাকে ধর্ষণের চেষ্টা করে।মহিলা এর প্রতিবাদ করলে তাকে হুমকিও দেওয়া হয়।ঘটনার পর গত ২১ ডিসেম্বর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।তদন্তে নেমে রবিবার খালপাড়া থেকে মহম্মদ সাহিলকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।