শিলিগুড়ি, ২৩ মার্চঃ পাচার ও শারীরিক নিগ্রহের শিকার হওয়া মহিলা ও কিশোরীদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে এল দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম।
বুধবার লিগাল এইড ফোরাম ও নবদিশা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে পানিঘাটার খেলগাঁও এলাকায় শতাধিক মহিলা ও কিশোরীদের নিয়ে খাবার তৈরির প্রশিক্ষণ ও বিপনন নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়।
এই বিষয়ে দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের কর্ণধার অমিত সরকার জানান, পাচার ও শারীরিক শোষনের শিকার হওয়া মহিলা ও কিশোরীদের স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে।পাশাপাশি আর কোনোদিন কাজের প্রলোভনে দেখিয়ে অন্ধকার জগতের খপ্পোরে না পড়ার সংকল্প শেখানো হয়েছে।বিভিন্ন ধরণের খাবার তৈরি ও বিক্রির মাধ্যমে তাদের আর্থিকভাবে সমৃদ্ধ করার প্রশিক্ষণ দেওয়া হয়।এই উদ্যোগকে সমাজের বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে।একইসঙ্গে নবদিশা গোষ্ঠী আগামীতেও পাচারবিরোধী প্রচার ও নিগৃহীত মহিলাদের সামাজিক স্ত্রোতে ফিরিয়ে আনার দিশা দেখাবে।
