শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ মহিলাকে বেঁধে রেখে, ধারালো অস্ত্র দেখিয়ে সোনার অলঙ্কার, টাকা লুট।শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রিনগর এলাকায় দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির শাস্ত্রিনগর এলাকার বাসিন্দা নগেন্দ্র প্রসাদের বাড়িতে এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, গতকাল রাতে তাঁর স্ত্রী বাড়িতে একা ছিলেন।সেইসময় দুষ্কৃতি দল বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর হাত পা বেঁধে, ধারালো অস্ত্র দেখিয়ে বাড়িতে লুটপাট চালায়।ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।পালানোর আগে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে আঘাতও করে দুষ্কৃতিরা।
ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানা পুলিশের পাশাপাশি ডিডি এসিপি রাজেন ছেত্রী ঘটনাস্থলে পৌঁছান।ঘটনার তদন্ত করেন তারা।ডিডি এসিপি রাজেন ছেত্রী গোটা ঘটনা নিয়ে নগেন্দ্র প্রসাদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।এলাকায় থাকা সিসি টিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে নগেন্দ্র প্রসাদ জানান, রাতে স্ত্রী বাড়িতে একা ছিল।সেইসময় এই ঘটনা ঘটে।দুষ্কৃতিরা লুট করার সময় স্ত্রীকে হুমকিও দিয়েছে।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ড কাউন্সিলর সিবিকা মিত্তল।