শিলিগুড়ি, ২৪ জুলাইঃ শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় এক আদিবাসি মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ।ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
বাগডোগরা থানা এলাকায় গত ১৯ জুলাই পরকীয়া সম্পর্ক ঘিরে স্থানীয় দুই মহিলার মধ্যে বিবাদ ও হাতাহাতি হয়।সেসময় হাতাহাতি দেখে তা থামানোর চেষ্টা করেছিলেন এক মহিলা। এরপর গ্রামে সালিশি সভায় সেই আদিবাসি মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। সেই সালিশি সভায় মহিলারাও ছাড়াও কিছু ব্যক্তি ছিলেন।মহিলার শরীরে হাত দেয় বলে অভিযোগ।এরপরই রবিবার বাগডোগরা থানায় মহিলা লিখিত অভিযোগ করেছেন।
মহিলা জানান, ১৯ তারিখ তাঁর এক বান্ধবীর সঙ্গে এক মহিলার ঝামেলা হয়। সেই ঝামেলা আটকাতে গিয়েছিলেন তিনি। পরের দিন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে সালিশি সভা হয়। সেখানে তাঁকে বিবস্ত্র করে মারা হয় বলে অভিযোগ করেছেন মহিলা।ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ।
অন্যদিকে পঞ্চায়েত সদস্য বুলবুলি সিং জানান, সালিশি সভায় দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়। তবে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে খবর, দুপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি শুভেন্দ্র কুমার জানান, ঘটনার সত্যতা খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।