শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ পুলিশ পরিচয় দিয়ে মহিলার চোখের সামনেই লক্ষাধিক টাকার সোনার গয়না গায়েব করল দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় শিলিগুড়ির পাঞ্জাবিপাড়া এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে মিলনপল্লীর বাসিন্দা এক মহিলা বাজার করার জন্য বাড়ি থেকে বের হন।এরপর পাঞ্জাবীপাড়া মোড়ে একটি টোটোতে বসে যাচ্ছিলেন।সেইসময় বাইকে করে দুই ব্যক্তি এসে টোটোটিকে দাঁড় করিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।বেশি গয়না পরার জন্য ৫ হাজার টাকা জরিমানা হবে বলে জানায় তারা।তাই গয়না খুলে ব্যাগের মধ্যে রাখার কথা বলা হয় মহিলাকে।মহিলা তৎক্ষণাৎ একটি ব্যাগের মধ্যে গয়না খুলে ওই দুই ব্যক্তির হাতে রাখে।এরপর ওই দুই ব্যক্তি একটি কাগজে মুড়ে তার গয়না মহিলাকে ফিরিয়ে দেয়।
এরপর মহিলা বাড়িতে পৌঁছে ব্যাগ খুলে দেখতে পান গয়নার বদলে লোহার বালা রয়েছে।এই দেখে হতভম্ভ হয়ে যান মহিলা।মহিলা জানান, প্রায় ৮ লক্ষ টাকার গয়না নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা।ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানা এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।