খড়িবাড়ি, ২৬ জুনঃ মহিলার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার।খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কিলাঘাটা এলাকায় ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম পুষ্প মুন্ডা(৪২)।বুড়াগঞ্জের লক্ষ্মী জোতের বাসিন্দা ছিলেন মহিলা।
জানা গিয়েছে, শনিবার থেকে নিখোঁজ ছিল ওই মহিলা।সোমবার বিকেলে স্থানীয়রা মাঠে গরু নিতে এসে মৃতদেহ দেখতে পান।পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
কিভাবে মহিলার মৃত্যু হল তার তদন্ত শুরু করছে খড়িবাড়ি থানার পুলিশ।মৃতের স্বামী দুলাল মুন্ডা বলেন, পুষ্পা দুদিন ধরে নিখোঁজ ছিল।আজ এলাকায় তার মৃতদেহ উদ্ধার হল।