শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়া থানা অন্তর্গত রামকৃষ্ণ পাড়া এলাকায় একটি বেসরকারি হাসপাতালের মহিলা আয়ার উপর প্রাণঘাতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে কাজে যাচ্ছিলেন ওই মহিলা। রামকৃষ্ণ পাড়ার একটি নির্জন গলিতে এক যুবক হঠাৎ পেছন থেকে এসে তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে।ঘটনায় মহিলা গুরুতর আহত হন।কোনভাবে প্রাণ বাঁচিয়ে দৌড়ে মাটিগাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তিনি।তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।যদিও মহিলাকে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত মহিলার নাম রঞ্জু খাতুন।এই ঘটনায় ফের শহরে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রের খবর, এই ঘটনা কোন পুরনো বিবাদের জেরে হতে পারে।বর্তমানে হামলাকারী যুবকের খোঁজ শুরু হয়েছে।গোটা ঘটনার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।
