শিলিগুড়ি, ৫ জুলাইঃ পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ভুয়ো ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে সোমবার শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি জমা দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
সংগঠনের তরফে জানানো হয় করোনা অতিমারিতে গোটা দেশে আর্থিক সংকট দেখা দিয়েছে।বহু মানুষ কর্মহীন।এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে।অন্যদিকে টিকা নিয়েও চলছে জালিয়াতি।এরই প্রতিবাদে সরব হয়েছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটির সভানেত্রী স্নিগ্ধা হাজরা জানান, তাদের দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।