মহরম উপলক্ষে ফুলবাড়িতে পথচলতি মানুষকে শরবত বিতরণ

ফুলবাড়ি, ১৭ জুলাইঃ মহরম উপলক্ষে পথচলতি মানুষকে শরবত বিতরণ ফুলবাড়িতে।ফুলবাড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানুষ মানুষের জন্য’ এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।


জানা গিয়েছে, বুধবার ফুলবাড়ির মার্ডার মোড়ে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী সকল পথচলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় শরবত তুলে দেন সংস্থার সদস্যরা।

এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কামাল হুসেন জানান, মহরম উপলক্ষে প্রতি বছরের মত এবছরও আমরা ফুলবাড়ি এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে শরবত বিতরণ করছি।২০১৮ সালে আমরা ৫০ জন মিলে এই উদ্যোগ শুরু করেছিলাম।এখন প্রায় ১৫০ জন্য সদস্য মিলে এই ঠান্ডা পানীয় বিতরণ করছি।আজ সকাল দশটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে যা বিকেল পর্যন্ত চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *