শিলিগুড়ি, ১৫ জুলাইঃ কারখানা থেকে জৈব সার নিয়ে ছত্রিশগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি ট্রাক।তবে মাঝ রাস্তাতেই বেপাত্তা হয়ে যায়।ট্রাক চুরির অভিযোগ পেয়েই তদন্তে নেমে ট্রাকটিকে উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম মনোজ মাহাতো।
জানা গিয়েছে, গত ২১ জুন মাটিগাড়ার পাঁচকেলগুড়ির একটি কারখানা থেকে জৈব সার নিয়ে ছত্রিশগড়ের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি।এরপর গত ২৯ জুন এর পর মাঝ রাস্তায় ট্রাকটি বেপাত্তা হয়ে যায়।বহুবার খোঁজখবর নিলেও কোন খোঁজ না পাওয়া গেলে গত ৩ জুলাই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশনের সাহায্যে ট্রাকটির খোঁজ পায় পুলিশ।গত ১২ জুলাই ঝাড়খন্ড থেকে ট্রাকটিকে উদ্ধার করা হয়।ট্রাক চুরির অভিযোগে গ্রেফতার করা হয় গাড়ির চালককে।ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে রাতে শিলিগুড়িতে পৌঁছায় পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
