আলিপুরদুয়ার,১৪ জুনঃ আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে মাঝেরডাবরি চা বাগানে শুরু হল ‘ বাগানে ভ্যাকসিন ‘ কর্মসূচি।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।
জানা গিয়েছে, এদিন মাঝেরডাবরি চা বাগান সহ জেলার আরো বেশ কয়েকটি চা বাগানে এই ভ্যাকসিন প্রদান শুরু করে জেলা প্রশাসন। সোমবার এই চা বাগানের ৮৩ জন অবসরপ্রাপ্ত চা কর্মীকে ভ্যাকসিন প্রদান করা হয়।