শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ মজুরি বৃদ্ধির দাবিতে শিলিগুড়ির নয়া বাজারে বিক্ষোভ দেখালো শ্রমিক, মালবাহী গাড়ির চালক এবং ভ্যান চালকেরা।
শ্রমিকদের দাবি, তাদের মজুরি বাড়ানো হোক।এর আগেও মালিকপক্ষকে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়েছিল।এরপরও তাদের মজুরি বাড়ানো হয়নি বলে অভিযোগ।এই কারণে আজ কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা।
এই বিষয়ে এক চালক মনোরঞ্জন কুমার বলেন, গত ৪ বছর ধরে শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি।খাদ্যসামগ্রীর বস্তা প্রতি তারা ৪ টাকা করে পান এবং এক কুইন্টাল এর হিসেবে পান ১৬ টাকা।সময়ের সঙ্গে সঙ্গে তাদের মজুরি বাড়ানো হোক।যতদিন না তাদের দাবি পূরণ হবে ততদিন অবধি তাদের আন্দোলন চলবে।এই বিষয়ে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে বেশকয়েকবার জানানো হয়েছিল, তবে এখনও অবধি সমস্যার সমাধান হয়নি।
অন্যদিকে সন্তোষ কুমার বলেন, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের জেরে আগেও মজুরিতে সংসার চালানো সম্ভব হচ্ছে না।তবে তাদের মজুরি বৃদ্ধি করা হচ্ছে না।তারা জানান যতদিন না অবধি তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে।