নকশালবাড়ি, ৩০ মার্চঃ কাজের মজুরি না পাওয়ায় কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন চা শ্রমিকরা। নকশালবাড়ির অটল চা বাগানের ঘটনা।এদিন সাতভাইয়া ডিভিশনে চা পাতা তোলার কাজ বন্ধ করে ম্যানেজার অফিসের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ৫ সপ্তাহ ধরে মজুরি দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ।মজুরি দাবি করলে টালবাহানা করা হচ্ছে। এই অবস্থায় ঘর ও শিশুদের স্কুলের ফি দিতে হিমসিম খেতে হচ্ছে বাগান শ্রমিকদের। অন্যত্র কাজে গেলে নোটিশ দিয়ে হুমকিও দিচ্ছে বাগান কর্তৃপক্ষ।এই কারণে এদিন সকাল থেকেই বাগানে পাতা তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা।
যদিও দ্রুত সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন বাগান ম্যানেজার।