শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ মলঙ্গ শাহ দরগার তরফে শিলিগুড়ি থানার পুলিশের সহায়তায় ২০০০ পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রি।
লকডাউনে খাদ্যের অভাবে ধুঁকছে অনেক পরিবার।এই অবস্থায় মলঙ্গ শাহের তিরোধান দিবসের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে মলঙ্গ শাহ দরগার তরফে এই উদ্যোগ নেওয়া হয়।আশরফনগর সহ ঝংকার মোড়ের বিভিন্ন এলাকার দুঃস্থ বাসিন্দাদের হাতে এদিন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
মাজারের দায়িত্বে থাকা মৌলানা নাজির আলম বলেন, প্রতিবছরই এই দিনটিকে ধুমধাম করে পালন করা হয়। তবে এবারে করোনার কথা মাথায় রেখে ও প্রশাসনিক নির্দেশে, সমস্ত অনুষ্ঠান বাতিল করে খাদ্য সামগ্রী বন্টনের আয়োজন করা হয়।
পাশাপাশি সাত সকালে নামাজ পড়ে, বিশ্ববাসীর সুস্বাস্থ্য কামণা করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার আই সি সুদীপ্ত চক্রবর্তী ও খালপাড়া আউট পোস্টের ওসি সন্দিপ দত্ত।