খড়িবাড়ি, ১০ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা বাইকের ।ঘটনায় আহত ২ যুবক। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন শিমুলতলার এশিয়ান হাইওয়ের ঘটনা।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কি থেকে মালবোঝাই করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল মালবাহী পিকআপ ভ্যানটি।সেইসময় মালবাহী পিকআপ ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা মারে একটি বাইক।ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও আরোহী। আহতরা হল সমীর তালুকদার ও প্রবীর বর্মন।দুজনই খড়িবাড়ির গৌড়সিং জোতের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে ও পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
