শিলিগুড়ি, ১ এপ্রিলঃ বৃহস্পতিবার গভীর রাতে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের সামনে।
জানা গিয়েছে, মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রাক দুটি উল্টে যায়।এরফলে ট্রাকের ভেতরে আটকে পড়ে দুজন।ঘটনার পর স্থানীয়রা পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এদিকে ঘটনার পর থেকেই দুটি ট্রাকের চালক পলাতক।
স্থানীয়রা জানান, ট্রাক দুটি দ্রুত গতিতে থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ভক্তিনগর থানার পুলিশ।এরপর ক্রেনের সাহায্যে ট্রাক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।