মালবাজার,৩ মেঃ মালবাজারের তেশিমিলা এলাকার প্রধান মোড়ে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল পুলিশের একটি গাড়ি।ঘটনায় পায়ে চোট পেয়েছেন এক পুলিশ কর্মী।
জানা গিয়েছে, সোমবার দুপুরে পুলিশের একটি গাড়ি রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিল।সেইসময় ওই লাইন দিয়ে আসছিল চ্যাংরাবান্ধাগামী একটি ট্রেন।ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়িটির।পুলিশের গাড়িটিকে প্রায় ৫০ মিটার দূরে ঠেলে নিয়ে যায় ট্রেনটি।যদিও ট্রেনটি ব্রেক কষায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা পুলিশ কর্মীরা।