ধূপগুড়ি,৩ মার্চঃ ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে মাল বোঝাই লরি উলটে আহত চালক।
জানা গিয়েছে, এদিন লরিটি পোল্ট্রি মুরগির খাবারের দানা বোঝাই করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলো।দুপুর সাড়ে ১২টা নাগাদ ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকায় একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে লরিটিকে।ঘটনায় লরিটি উলটে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।ঘটনায় জখম হন চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ।ঘটনার তদন্ত চলছে।