রাজগঞ্জ, ১ ডিসেম্বরঃ ৫ দিনব্যাপী রাস মেলা শুরু হল বেলাকোবার মালিভিটায়। আরএসসিসি ক্লাবের পরিচালনায় ও উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার মালিভিটায় এই রাসমেলার আয়োজন করা হয়েছে।
এবছর ৩৮ তম বর্ষে পদার্পন করলো তাদের এই রাস মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতে কেটে মেলার সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদের দুই সদস্য রনবীর মজুমদার, উত্তরা বর্মণ, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, অরিন্দম ব্যানার্জি, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর সহ অনেকেই।
ক্লাবের সদস্যরা জানান, পাচঁ দিন এই মেলা চলবে। মডেলের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে। এছাড়াও রয়েছে আঞ্চলিক পালা গান। প্রতিবছর বেলাকোবা সহ রাজগঞ্জ ব্লক ও জেলার মানুষেরা মেলা দেখতে আসেন। তাই এবছরও দর্শনার্থীদের ভীড় জমবে বলে আশাবাদী উদ্যোক্তারা।