শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ প্রধাননগর থানার অন্তর্গত মাল্লাগুড়ি হনুমান মন্দিরের কাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিতে এসে রাস্তার ধারে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন মানুষেরা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি মাল্লাগুড়ি হনুমান মন্দিরের সামনে ভিক্ষা করতেন। স্থানীয়রাও জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত মাল্লাগুড়ি এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।নেশাও করতো সে।রাতে নেশাগ্রস্থদের সঙ্গে ব্যক্তির বিবাদ হতে পারে।মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।কেউ ব্যক্তিকে খুন করে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।হনুমান মন্দির ও ট্রাফিক পয়েন্টে লাগানো সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।