শিলিগুড়ি, ৩১ জুলাইঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযানে নেমেছে শিলিগুড়ি পুরনিগম।বুধবার মাল্লাগুড়িতে অবৈধভাবে তৈরি বেশকিছু দোকান ভেঙে দেওয়া হয়।
জানা গিয়েছে, এদিন রাস্তা ও নালা দখল করে থাকা দোকানগুলিকে ভেঙে দেন পুরনিগমের কর্মীরা।দোকান ভাঙতেই ক্ষোভ প্রকাশ করেন সেখানকার ব্যবসায়ীরা।এক মহিলা ব্যবসায়ীর অভিযোগ, আগে কোন নোটিশ দেওয়া হয়নি।আজ ভেঙে দেওয়ার আগেও জিনিসপত্র সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি।
অন্যদিকে আরও এক মহিলা ব্যবসায়ীর অভিযোগ, গত ৩৫ বছর ধরে নালার উপর ছোট দোকান করেই সংসার চলছিল।স্বামী অসুস্থ, তাই ছেলের সঙ্গেই দোকান চালাতাম।এভাবেই কোনরকমে সংসার চলতো।কিন্তু দোকান ভেঙে দেওয়ায় আয়ের রাস্তা বন্ধ হয়ে গেল।দিদিকে ভোট দেওয়ার জন্য আজ আমরা রাস্তায় চলে আসলাম বলে অভিযোগ করেন তিনি।