শিলিগুড়ি, ২৪ অক্টোবরঃ রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পাহাড়ের নেতা হিসেবে একমাত্র দেখা গেল অনিত থাপাকে।নতুন দল করার পরই এদিন অনিত থাপাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায়।যদিও দেখা যায়নি বিমল গুরুং বা বিনয় তামাং এর মত নেতাদের।তার পাশাপাশি সাংসদ সান্তা ছেত্রীও এদিন উপস্থিত ছিলেন।
এদিন অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি মঞ্চে ছিলেন অনিত থাপা।তিনি বেশকিছু ক্লাবের হাতে পুরষ্কারও তুলে দেন।
অনুষ্ঠান শেষে তিনি জানান, তাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠানো হয়েছিল।বিনয় তামাং বা বিমল গুরুং কেন এলেন না সেটা তিনি জানেন না।পাশাপাশি বলেন, পাহাড়ের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।যে হিলি ইউনির্ভাসিটি হওয়ার কথা ছিল সেটা নিয়েও কথা বলবেন।
অন্যদিকে তিনি বলেন, অবশ্যই জিটিএ এর অডিট হওয়া প্রয়োজন রয়েছে।অবিলম্বে জিটিএ নির্বাচনও যাতে হয় সেই দাবিও করেন অনিত থাপা।