রাজগঞ্জ, ৫ জানুয়ারিঃ রাজগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলো তৃণমূল কংগ্রেস।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১ তম জন্মদিন। রাজ্যে জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা-নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে তার জন্মদিন পালন করছেন। সেইভাবে রাজগঞ্জের বাবুপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কেক কেটে জন্মদিন পালন করা হয়।এছাড়া প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি শেখ উমর ফারুক,সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায়, বাবুপাড়া পঞ্চায়েত সদস্যা পূর্নিমা দেবনাথ সহ অন্যান্যরা।