২১ শে জুলাইয়ের ভার্চুয়ালি মঞ্চ থেকে যা যা বললেন মমতা ব্যানার্জি

বাংলা নয়। এবার দেশজুড়ে ২১ শে জুলাই পালন করল তৃণমূল। ভার্চুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেদিকে নজর ছিল গোটা দেশের।


এদিনের বক্তব্যে মমতা ব্যার্নাজি যা জানান তা সংক্ষিপ্ত রূপেঃ

  • দেশে গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় রয়েছে।
  • আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে।
  • সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ, আপনারা ঘটনার তদন্ত করুন। বিচারকদের ফোনও ট্যাপ করছে।
  • গণতন্ত্রের বদলে দেশে গোয়েন্দাগিরি চলছে।
  • আমাদের একত্রিত হতে হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে।প্রত্যেক রাজ্যকে বাঁচাতে হবে।
  • করোনায় মৃতদেহে সম্মান জানাতে দেওয়া হয়নি। গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে।
  • বিজেপি প্রসঙ্গে বললেন রোগ  হওয়ার সাথে সাথে চিকিৎসা করলে রোগী ভাল হয়ে যাবে।
  • খেলা আবার হবে। বিজেপিকে না সরানো অবধি রাজ্যে রাজ্যে খেলা হবে।
  • ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবস হবে। গ্রামে ফুটবল দেওয়া হবে।
  • বিজেপি হাই লোডেড ভাইরাস পার্টি।
  • গণতন্ত্রকে বিচারব্যবস্থা ও দেশের জনগণ বাঁচাতে পারবে।
  • তৃতীয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার কোনো পরিকল্পনা করেনি।
  • দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন উন্নততর তৃণমূল কংগ্রেস তৈরি করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL