আলিপুরদুয়ার, ২০ সেপ্টেম্বরঃ মদ্যপ অবস্থায় পরিবারে অশান্তি করায় ব্যক্তির হাত পা বেঁধে রেখেছিল পরিবারের সদস্যরা।মৃত্যু হল সেই ব্যক্তির।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পূর্ব শালবাড়ি ঘোলানির ঘাট সংলগ্ন এলাকায়।মৃতের নাম রাফেল মিঞ্জ(৪৫)।
জানা গিয়েছে, প্রতিদিনই মদ্যপান করে পারিবারে ঝামেলা করতো ওই ব্যক্তি।বৃহস্পতিবারও মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঝামেলা শুরু করেছিল।অতিষ্ট হয়ে ব্যক্তির হাত পা বেঁধে রাখে পরিবারের সদস্যরা।এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে।পরবর্তীতে হাত পায়ে বাঁধা দড়ি খুলতে গেলে ব্যক্তিকে মৃত অবস্থায় পান পরিবারের সদস্যরা।ভয়ে ব্যক্তির মৃতদেহ ঘরে নিয়ে যান তারা।
শুক্রবার বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় বারবিশা ফাঁড়ির পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।কিভাবে ব্যক্তির মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।