শিলিগুড়ি, ২৬ মেঃ শিলিগুড়িতে ভ্যাকসিনের অভাব, এই কারণে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে সমস্যা হচ্ছে।এর জন্য নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিন ভ্যাকসিনেশনের কাজ দেখতে শ্রী গুরু বিদ্যামন্দিরের মাঠে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-৭ এ যান গৌতম দেব।
সেইসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, বাংলাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।বাংলায় ৭০টি অক্সিজেন প্ল্যান্ট এর প্রয়োজনীয়তা রয়েছে তবে মাত্র ৪টি প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়েছে।বাংলার মানুষের সঙ্গে এই ধরণের ব্যবহার করা হচ্ছে তার কারণ বাংলার মানুষ ‘মন কি বাত’ এর পার্টিকে জয়ী করেনি।তিনি আরও বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৫ জুনের মধ্যে আসতে পারে।এরপরই দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত শ্রী গুরু বিদ্যামন্দিরের মাঠে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-৭, মাতৃসদন এবং জেলে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র-৭ এ পরিবহণ বিভাগে কর্মরত ১২০-১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।মাতৃসদনে রিটেলার ব্যবসার সঙ্গে জড়িত ১০০-১৫০ জনকে কোভিশিল্ড দেওয়া হবে।এছাড়াও শিলিগুড়ি জেলে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।