রাজগঞ্জ, ১০ নভেম্বরঃ মঙ্গলবার সকালে ফুলবাড়ি ট্রাক টার্মিনালের ভেতর থেকে উদ্ধার হল টার্মিনালের ম্যানেজারের মৃতদেহ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতের নাম অভিজিৎ মাইতি(৩৫ )।
জানা গিয়েছে, রাজগঞ্জের ফুলবাড়ি ট্রাক টার্মিনাল সরকারি হলেও এক বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে।টার্মিনালে ১২ জন কর্মী রয়েছেন।অভিজিৎ মাইতি ম্যানেজার হিসেবে কাজ করতেন।তিনি শ্বশুর বাড়িতে থাকেন।সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে টার্মিনালের কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন।কর্মীরা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার পর মালিক পক্ষ ৯ হাজার টাকা বেতন দেওয়ার আশ্বাস দেন।কিন্তু সোমবার কর্মীদের জন্য ৭ হাজার টাকা বেতন পাঠায়।তাই সোমবার রাতে কোনো কর্মী কাজে যোগ দেননি।ম্যানেজার একা ছিলেন টার্মিনালে।এরপর আজ সকালে টার্মিনালের ভিতরে ম্যানেজারকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে ম্যানেজারকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
টার্মিনালের কর্মীরা বলেন, আমাদের ধারনা মালিকের চাপের কারণে ম্যানেজার আত্মহত্যা করতে পারে।অন্যথায় কি কারণে তাঁর মৃত্যু হল সে ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানান তারা।একই অভিযোগ করেন মৃতের স্ত্রী সুস্মিতা মাইতি।তিনি বলেন, পাশেই বাড়ি থাকলেও বাড়িতে আসতে পারতেন না।আমার সন্দেহ মালিকের কাজের চাপেই এই ঘটনা ঘটেছে।আমি সঠিক বিচার চাই।
এই অভিযোগে এবং মৃত্যুর তদন্তের দাবীতে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করেন টার্মিনালের কর্মী ও মৃতের আত্মীয়রা।প্রায় এক ঘন্টা অবরোধের পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।