ইসলামপুর, ১৪ জুনঃ ইসলামপুর গোয়ালপোখর থানার অন্তর্গত ১ গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।মন্দিরের গেটের তালা ভেঙে দানপাত্র সহ সোনা ও রূপোর অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, রবিবার সকালে হরি মন্দিরের দুটি গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চুরির ঘটনা সামনে আসে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রশান্ত মন্ডল বলেন, দানপাত্রের প্রায় ১০ হাজার টাকা, বিগ্রহের সোনার অলংকার ও একটি রুপোর বাঁশি চুরি হয়েছে।ইতিমধ্যেই গোয়ালপোখর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।