শিলিগুড়ি, ৬ জুনঃ এলাকার বাসিন্দা করোনা আক্রান্ত।তাই মন্দিরেই মেয়ের বিয়ের আয়োজন করল পরিবার। প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজীব নগরে এক মহিলার করোনা ভাইরাস ধরা পড়ে।ইতিমধ্যে ওই মহিলা মাটিগাড়ার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, আজ ওই এলাকার বাসিন্দা রাম শর্মার মেয়ের বিয়ে।এলাকায় করোনা আক্রান্ত ধরা পড়ার পর প্রশাসনের তরফে গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়।
এদিকে বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেলেও কিভাবে বিয়ে হবে এই নিয়ে চিন্তায় পড়েন রাম শর্মা।এরপরই দুই পরিবারের তরফে মন্দিরে বিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।শনিবার চাঁদমনি মন্দিরেই বিয়ে সম্পন্ন হয়।
রাম শর্মা বলেন, মেয়ের বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছিল।বাড়িতে প্যান্ডেলও তৈরি করা হয়েছিল।কিন্তু এলাকায় এক বাসিন্দার করোনা ভাইরাস ধরা পরার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে।এর ফলে সমস্যায় পড়েন তারা।এইমতো অবস্থায় বিয়ে বাতিল না করে মন্দিরে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।